

মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, অবৈধ দোকানপাট, সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে মৌলভীবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট আরিফ (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), মৌলভীবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী, মৌলভীবাজার পুলিশ লাইনের উপপরিদর্শক (এসআই) মো. কলিম।
অভিযানে শহরের শমশেরনগর রোডের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ফুটপাত দখল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে একাধিক দোকানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। একই সঙ্গে চাঁদনীঘাট বাজার ও কুসুমবাগ পয়েন্ট এলাকায়ও অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
এ সময় দ্রব্যমূল্যের মেয়াদ না থাকা ও রাস্তা দখল করে দোকান বসানোর দায়ে মুজাহিদ স্টোরকে ৫ হাজার টাকা, দোকানের পণ্য রাস্তার পাশে রাখার কারণে নয়ন ক্রোকারিজকে দেড় হাজার টাকা, মেয়াদহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে বেঙ্গল ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ইফ্রাহিম ইকবাল চৌধুরী বলেন, ‘শহরের তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ ১২টি দোকান উচ্ছেদ করা হয়।’
‘শহরের ফুটপাত, রাস্তা ও সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলবে।
Leave a Reply