

জীবনের সবক্ষেত্রেই পরীক্ষা আছে
সেই পরীক্ষায় প্রস্তুতি নিতে হয়, উত্তীর্ণ হতে হয়
তবেই পৌঁছতে পারি কর্মজীবনে।
ফলাফল বিহীন পরীক্ষা নীরস ফলের মতো
তাতে স্বাদ নেই, কোনো উপযোগিতা নেই,
যেমন লক্ষ্যহীন গন্তব্যে আমাদের ছুটে চলা অর্থহীন।
অবিরাম ছুটছি, ছুটেই চলেছি অধরার খোঁজে
রাত যায় ভোর হয় — আবার আঁধার নামে
এ যেন মরীচিকার পেছনে ছুটে চলা।
জীবনের মানে খুঁজতে গেলে
অবশ্যই লক্ষ্যের পানে ছুটতে হবে
পরীক্ষা ও অধ্যাবসায় থাকলেই ছোঁয়া যায় অধরাকে,
সময়কে বাঁধা যায় নির্দিষ্ট ছকে
তখনই জীবন পরিপূর্ণ হয়ে ওঠে।
লিখেছেন: মো: বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply