

মৌলভীবাজার প্রতিনিধি।।
গাজীপুর পুবাইল জামে মসজিদের ইমাম শহীদ মাওলানা রইস উদ্দিনের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার সদর উপজেলা ও মৌলভীবাজার পৌর শাখার যৌথ উদ্যোগে ৩ মে ২০২৫ ইং শনিবার সকাল-১০.৩০ মি.সময় মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে ঢাকার গাজীপুর পুবাইল জামে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিন সাহেবের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান বকুল সাহেবের সঞ্চালনায় এবং মাওলানা হাফিজ আব্দুল মুকতি এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। মৌলভীবাজার জেলা ইমাম সমিতির সিনিওর সহ সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ,সহ সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ।
এছাড়া অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা বজলুর রশিদ চৌধুরী, মাওলানা মুফতি হিফজুর রহমান হেলাল, মাওলানা আব্দুল হাই দিনারপুরী, প্রফেসর সেলিম আহমদ,
মাওলানা শামীম আহমদ উসমানী, মাওলানা হাফিজ কামরুল ইসলাম জালালি, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দিন, মওলানা মিজানুর রহমান, মাওলানা মাছুম আহমদ তালুকদার,মাওলানা মসাহিদ আলী।উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল আলম সুহেল, মাওলানা আজাদুর রহমান, হাফিজ মির্জা শামীম আহমদ,কারী আরব আলী,মাওলানা মঈনউদ্দীন এহসান,মাওলানা আব্দুল ওয়াহিদ, হাফিজ আব্দুল মতিন,মাওলানা বদরুল ইসলাম, হাফিজ ইলিয়াছুর রহমান। শহীদ ইমাম মাওলানা রইস উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিবেশন করেন হাফিজ আব্দুর রশিদ প্রমুখ।
Leave a Reply