মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইসলামী দ্বীনি বিদ্যাপীঠ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই সত্য ন্যায় ও ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত ১০ ফেব্রুয়ারি সোমবার মাদ্রাসার কামিল ১৯৯৮ সাল থেকে ২০২২ সালের কামিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সর্বোচ্চ সম্মাননা পাগড়ী ও আবা প্রদান করা হয়, উক্ত অনুষ্ঠানে জাতীয় ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি মাওলানা সাংবাদিক শায়েক আহমদের হাতে আবা তুলে দেন উস্তাদুল উলামা সুলতানুল আরেফিন শামসুল উলামা আল্লামা ফুলতলী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উওরসূরি আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলা ফুলতলী।
উক্ত সম্মাননা অনুষ্ঠানে অত্র মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো: শামসুল ইসলাম শিক্ষার্থীদের আলেম ও মুহাদ্দিস বলে সম্বোধন করে সবাইকে দিনের খেদমত আঞ্জাম দেওয়ার নসিহত করেন। তারা সকলেই দেশ ও জাতির খেদমত করার অঙ্গীকারবদ্ধ এবং সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
ইসলামি আরাবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সরকারি পরীক্ষা কামিল হাদিস বিভাগ, কামিল পরীক্ষা ভাল ফলাফল অর্জন করায় আমাকে পাগড়ী আবা পরিয়ে দেওয়া হয়।
শায়েক আহমদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের হরিশ্বরন গ্রামের একটি মুসলীম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি ২০১৫ সালে দাখিল, ২০১৭ সালে আলিম,২০২০ সালে ফাজিল ও ২০২২ সালে কামিল ফাস্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হন।
শায়েক আহমদ বলেন, উক্ত মোবারক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করায়
এত সুন্দর আয়োজন করে মাথায় পাগড়ি আর গায়ে আবা এবং হাতে স্মারক তুলে দেওয়ার দৃশ্য জীবনের প্রথম আনন্দ, যা কখনো ভুলার মত নয় সামনের দিনগুলোতে সম্মান মর্যাদার অক্ষুন্য রেখে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
Leave a Reply