আব্দুল বাছিত খানঃমৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার ইউনিয়নবাসীসহ সকল সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। আমি আশা করি, মুন্সিবাজার ইউনিয়ন তথা কমলগঞ্জ উপজেলায় ধনী-গরিব নির্বিশেষে সবাই এ উৎসবে একসঙ্গে অংশগ্রহণ করবে এবং বৈষম্যের কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন, “আমরা সবাইকে সমান অধিকার দিতে চাই এবং সংখ্যালঘুর বিভাজনে বিশ্বাস করি না। আমাদের প্রধান পরিচয় হলো আমরা বাংলাদেশি। দুর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এখানে সব ধর্মের মানুষ তাদের উৎসব পালন করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, “সাম্প্রদায়িক শক্তি এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠীগুলো যেন তাদের অপকর্ম থেকে ফিরে এসে দেশের মঙ্গল ও কল্যাণে কাজ করে।”
Leave a Reply