মৌলভীবাজার প্রতিনিধিঃশাহ মোহাম্মদ মুবাশ্বির, অফিসার ইনচার্জ, রাজনগর থানা এঁর সার্বিক দিক নির্দেশনায় ১০/১০/২০২৪খ্রি. তারিখ রাত ০১.২০ ঘটিকায় এসআই/ মো: মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানাধীন ০৭নং কামারচাক ইউপিস্থ তারাপাশা বাজারস্থ ০৭নং কামারচাক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান এর ব্যবসায়িক অফিসে অভিযান পরিচালনা করিয়া ২৩১.৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল হইতে মো: মছকন মিয়া পিতা: মৃত সুজন উল্ল্যা, মাতা: আলেকজান বিবি গ্রাম- ইব্রাহীমপুর,০৬নং টেংরা ইউপি, থানা- রাজনগর, জেলা–মৌলভীবাজারকে গ্রেফতার করা হয় এবং মো: আতাউর রহমানসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামী ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। ধৃত আসামী ও পলাতক আসামীদের রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। ধৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহড়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply