জেলা প্রতিনিধি মৌলভীবাজার:যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজার জেলার উদ্যোগে ১মাস মেয়াদি ”ফ্রিল্যান্সিং’, ‘ইয়ুথ কিচেন ও ‘মৎস্য চাষ’ বিষয়ক ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠান ০১ (অক্টোবর)যুব প্রশিক্ষণ কেন্দ্র, গোমরা, মৌলভীবাজারে সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো:ঈসরাইল হোসেন, আরোও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষকবৃন্দ এবং ৩টি কোর্সের মনোনীত ৭৫ জন প্রশিক্ষণার্থীরা।
জেলা প্রশাসক মো:ঈসরাইল হোসেন উনার বক্তব্যে উপস্থিত প্রশিক্ষণার্থীদের চাকরির পিছে না ছুটে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রদান করেন। একই সাথে তিনি ব্যতিক্রমী বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়ার জন্য উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজারকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে উপপরিচালক ফরহাত নূর, আমাদের প্রধান উপদেষ্টার ” আমরা সবাই উদ্যোক্তা হবো,চাকরি করবো না, চাকরি দিবো” এ বক্তব্যকে উদৃত করে বলেন যুব উন্নয়ন অধিদপ্তর যুবদের প্রশিক্ষণের পাশাপাশি ১লক্ষ থেকে ৫ লক্ষ টাকা ঋণ সহায়তা প্রদান করছে। এ সুযোগ নিয়ে যুবদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রদান করেন।
Leave a Reply