নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলা জামায়াত ও ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে শোকরানা সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে প্রেসক্লাব চত্বরে শোকরানা সমাবেশ শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে ১২টায়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ জেলা সভাপতি মোঃ আলাউদ্দিন শাহ’র সঞ্চালনায় দুপুর ১২টার দিকে কারাগার থেকে মুক্ত হয়ে সমাবেশে পৌঁছান জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী। সমাবেশে যোগ দিয়ে তিনি সভাপতির দ্বায়িত্ব পালন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সিলেট আঞ্চলিক টিম সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, সাবেক জেলা আমীর মোঃ আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহিন, সদর উপজেলা সেক্রেটারী আশিক আল রশিদ চৌধুরী, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি মো: আলম হোসাইন প্রমুখ। পরে দুই সহস্রধিক নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে।
Leave a Reply