মৌলভীবাজার প্রতিনিধি : পুলিশ সুপার, মৌলভীবাজার এর নির্দেশনায় আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার
(সদর সার্কেল) এর নেতৃত্বে, কে এম নজরুল (পিপিএম), অফিসার ইনচার্জ, মৌলভীবাজার সদর
মডেল থানা, হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ একাধিক বিশেষ আভিযানিক টিম মৌলভীবাজার
সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অদ্য ১৭/০৭/২০২৪খ্রিঃ তারিখ পৌরসভাস্থ মুসলিম কোয়ার্টার এ্যাডঃ
নুরুল হুদার বাড়ীতে বিভিন্ন উপজেলা হইতে আগত জামায়াত-শিবিরের বিভিন্ন অঙ্গ সংঘটনের নেতাকর্মীগন অত্র
ঘটনাস্থলে অবস্থান করিয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা পাসপোর্ট অফিস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা সমূহের
কার্যক্ষমতা/কার্যকারিতা ব্যহত করার বা সরকারি সম্পত্তির ক্ষতি করার উদ্দেশ্যে সমবেত হইয়া গোপন ষড়যন্ত্র করায়
আসামী জামায়েত ইসলাম, বাংলাদেশ মৌলভীবাজার জেলার আমীর মোঃ সাহেদ আলী (৫১), পিতা-মৃত মোঃ
মোবারক আলী, স্থায়ী সাং-আশ্রয়গ্রাম, পোঃ টিলাগাঁও, থানা-কুলাউড়া, বর্তমান সাং-মুসলিম কোয়ার্টার (এ্যাডঃ নুরুল
হুদার বাড়ীর ভাড়াটিয়া), মৌলভীবাজার পৌরসভা, থানা ও জেলা-মৌলভীবাজারকে তাহার ভাড়াটিয়া বৰ্তমান বাসা
হইতে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পাইয়া অন্যান্য আসামীরা ঘটনাস্থল হইতে দ্রুত পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীকে অদ্য ১৭/০৭/২০২৪খ্রিঃ তারিখ যথাযথ নিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। অন্যান্য
আসামীদেও গ্রেফতারের তৎপরতা অব্যহত আছে ।
মৌলভীবাজার সদর মডেল থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে
রাখার নিমিত্তে “টিম মৌলভীবাজার সদর মডেল থানা” পুলিশ বদ্ধপরিকর।
Leave a Reply