নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চা ফেক্টরিতে কাজ করতে গিয়ে ফেক্টরির বেল্টে জড়িয়ে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত চা শ্রমিক বালিশিরা চা বাগানের বিভো তাঁতীর ছেলে পবন তাঁতী (৪৫)।
মঙ্গলবার (২ জুলাই) সকালে কালীঘাট ইউনিয়নের বালিশিরা চা বাগান ফ্যাক্টরিতে চা ফেক্টরিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
কালঘিাট ইউনিয় পরিষদ চেয়ারম্যান প্রাণেষ গোয়ালা সত্যতা নিশ্চিত করে জানান, পবন ফেক্টরিতে কাজ করতে গিয়ে পবনের মৃত্যু হয়। তিনি শ্রমিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply