আব্দুল বাছিত খান:
মৌলভীবাজারের কমলগঞ্জে রামচন্দ্রপুর গ্রামের কাচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এলাকার কয়েকজন যুবক রাস্তার কিছুর অংশে ধানের চারা রোপন করেন । মৌলভীবাজারের কমলগঞ্জে রামচন্দ্রপুর গ্রামের কাচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের বিষয়টি প্রসাশনের নজরে আনার জন্য মঙ্গলবার (২ জুলাই) সকালে কয়েকজন যুবক রাস্তার কিছুর অংশে ধানের চারা রোপন করেন।
জানা গেছে, উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দক্ষিণ দিকের ১কিলোমিটার রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী দাবি জানিয়ে এলেও রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। ফলে চলতি বর্ষা মৌসুমে রাস্তাটি ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনুচ্ছিক কয়েকজন যুবক বলেন, রাস্তাটি সংস্কারের দাবিতে ও রাস্তাটি করুন অবস্থা। প্রশাসনের নজরে আনার জন্য এলাকার কয়েকজন যুবক রাস্তায় ধানের চারা রোপন করে এব ব্যাতিক্রমি প্রতিবাদ জানিয়েছে।
কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ ওহাব জানান, সড়কটি আমার নজরে এসেছে উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত পাকাকরনের দাবি তুলে ধরবো।
জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, ‘রাস্তাটি আমার নজরে আছে। দ্রুত সংস্কার করা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply