নিজস্ব প্রতিবেদকঃ
কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারস্থ কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ডাচ্-বাংলা ব্যাংক এর আয়োজনে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ কর্মশালা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার মোবাইল ব্যংকিং এবং এজেন্ট ব্যংকিং অফিস ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন সরকার এবং সুরেশ রঞ্জন তালুকদার, এরিয়া ম্যানেজার, এজেন্ট ব্যংকিং মৌলভীবাজার শাখা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ডাচ্-বাংলা ব্যাংক মৌলভীবাজার শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এজেন্ট ব্যংকিং রিজিওনাল হেড– রাসেল মাহমুদ চৌধুরী, রকেট রিজিওনাল হেড- কাজী জাফর ইমাম, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, এজেন্ট ব্যাংকিং কমলগঞ্জ উপজেলার মাস্টার এজেন্ট ও পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিক আহমেদ বাবু, এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুন্সীবাজার এজেন্ট আউটলেট (এ বি সি কম্পিউটার এন্ড ডিজিটাল ষ্টুডিও) এর স্বত্ত্বাধিকারী সনজয় দাস। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply