অগ্রযাত্রা সংবাদ ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় জাঙ্গালিয়া ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম।
আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বুলবুল আহমেদ মধুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল প্রমুখ।
উদ্বোধনের শুরুতে অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন টুর্নামেন্টের আয়োজক কমিটি। পরে পায়রা ও বেলুন উড়িয়ে অতিথিরা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী খেলায় জাঙ্গালিয়া ফুটবল একাদশ ১-০ গোলে রাজনগর সূর্যসেনা স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।
Leave a Reply