মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই(নি:) মোঃ জুনেদ আহমেদ এর নেতৃেত্বে এএসআই/(নিঃ) মোঃ সোহাগ মিয়া, এএসআই(নি:)/সুব্রত চন্দ্র দাসসহ শেরপুর এলাকার ১নং খলিলপুর ইউনিয়নের অন্তর্গত ঈদগাহ
রোডের এশিয়ান রেফ্রিজারেটর শপ এর সামন থেকে ইয়াবাসহ আব্দুল কুদ্দুস হাওলাদার
(৩৫)কে আটক করা হয়।
আব্দুল কুদ্দুস মৃত আঃ আজিজ হাওলাদার এর ছেলে সাং-উপসী পোঃ উপসী, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর বর্তমানে সাং-শেরপুর আবাসিক (সিটি সেন্টার এর পাশে)।
পুলিশ জানায়, তাকে আটকের পর দেহ তল্লাশীকালে তার পরিহিত কালো রংয়ের পাঞ্জাবির বাম সাইডের বুক পকেট হইতে তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে একটি নীল রংয়ের পলিথিনের পেছানো ১১৯পিছ ইয়াবা উদ্ধার বরা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩৫ হাজার ৭শত টাকা ।
শেরপুর হাইওয়ে থানার অভিযান ইনচার্জ জুনেদ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান ২০১৮ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় তার বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
Leave a Reply