শ্রীমঙ্গল প্রতিনিধি: জামালপুরে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে রবিবার (১৮জুন) বেলা ১২টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য লেখক, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান আলম, দৈনিক প্রতিদিনের সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি মো: আব্দুশ শুক্কুর এবং দৈনিক বাংলা ৭১ এর শ্রীমঙ্গল প্রতিনিধি মো: আল আমিন।
Leave a Reply