কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে বলা হয় বাংলাদেশের প্রকৃতির অপার লীলানিকেতন। এ উপজেলায় রয়েছে- লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপপ্রাত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, শমশেরনগর বিমানবন্দর, বাগিছড়া লেকসহ বিভিন্ন পর্যটন স্পট। এসব পর্যটন স্থানের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করতে গঠিত হয়েছে কমলগঞ্জ পর্যটন উন্নয়ন পরিষদ নামে একটি সামাজিক সংগঠন। সোমবার (২৯ মে) বিকেল ৫টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই সংগঠন আত্মপ্রকাশ করে। সাংবাদিক নির্মল এস পলাশের সভাপতিত্বে ১ম অধিবেশনে সংগঠনের নামকরণ, গঠনতন্ত্র প্রণয়ন ও কার্যকরী কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। সাংবাদিক পিন্টু দেবনাথের সভাপতিত্বে ২য় অধিবেশনে সাংবাদিক শাহীন আহমেদ সভাপতি ও শিক্ষক মনজুর আহমেদ আজাদ মান্না সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
Leave a Reply