নির্মল এস পলাশঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে অতি দরিদ্র অসহায় দুঃস্থ ৩০৮১ পরিবারের মাঝে ১০কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ ও পৌর এলাকার সাধারণ জনগণের মাঝে (৪৭০ টাকার বিনিময়ে ২ লিটার তেল, ২ কেজি মুসুর ডাল, ১কেজি চিনি, ১ কেজি ছোলা) স্বল্প মূল্যে ১৯৯৫ পরিবারে মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আজ (১২ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায়। সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এম.পি। কমলগঞ্জ পৌরসভার মেয়র জননেতা জনাব মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরা প্রমুখ।
Leave a Reply