কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুন নূর-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় এর পক্ষথেকে বিশিষ্ট শিক্ষানুরাগী, ক্রীড়া ও দানশীল ব্যক্তিত্ব, যুক্তরাজ্য প্রবাসী জনাব শাহ্ বাবলু হোসেন-কে সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি দুপুর ২ ঘটিকার সময় আব্দুন নূর-নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালযয়ের শিক্ষক মহিবুর রহমান মুকুলের সঞ্চালনায় ও স্কুল গভর্নিং কমিটির সম্মানিত সভাপতি রিপন ইসলাম ময়নুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অলি আহমদ খান চেয়ারম্যান ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ। সংবর্ধিত ব্যক্তি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী,ক্রীড়া ও দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী শাহ্ বাবলু হোসেন।
শিক্ষার গুণগত মান উন্নয়ন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ অনুপ্রেরণামূলক বক্তব্য ছাত্র-ছাত্রীদের সামনে উপস্থাপন করেন শিক্ষানুরাগী,ক্রীড়া ও দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী শাহ্ বাবলু হোসেন। প্রত্যন্ত জনপদে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে শিক্ষা থেকে ঝরে যাওয়া ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করে তোলার মহান প্রয়াসকে তিনি সাধুবাদ জানান। নিজেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আজীবন সম্পৃক্ত রাখার আশাবাদ ব্যক্ত করেন। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুন নূর-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজীব দেবনাথ ও দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক তানভীর চৌধুরী পতনঊষার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর ইসলাম ইমন সাধারণ সম্পাদক সাকিব হোসেন জয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের অতি পরিচিত মুখ ছাত্রনেতা রুহুল খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রী বিন্দুরা উপস্থিত ছিলেন।
Leave a Reply