মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ কেজি গাঁজাসহ অলি মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার ৯ জানুয়ারি বিকেলে তাকে আটক করা হয়। আটককৃত অলি মিয়া শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগের মৃত নাবালগ গাজীর ছেলে। শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) স্ব্রুত চন্দ্র দাস ও এএসআই জামাল মিয়াসহ পুলিশের একটি দল শহরের লালবাগ এলাকায় অভিযান চালিয়ে অলি মিয়াকে আটক করে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা। আটককৃত অলি মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply