মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় এক সন্তানের জনক আব্দুস শুক্কুরের (২৯) রহস্যজনক মৃত্যু হয়েছে।রোববার রাতে নিজ শয়নকক্ষ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত শুক্কুর উপজেলার সুজানগর ইউনিয়নের পূর্ব-বড়থল গ্রামের ওয়াহিদ আলীর ছেলে।
সোমবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্ত্রীসহ পরিবারের সদস্যদের দাবি, শুক্কুর আত্মহত্যা করেছে। তবে এর কারণ কেউ নিশ্চিত করতে পারেননি।বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে
Leave a Reply