মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস-২০২২ইং উপলক্ষে আজ ১০ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসন, মৌলভীবাজার অফিসের সম্মুখস্থ প্রাঙ্গন থেকে দিনের কর্মসূচী সূচনা উপলক্ষে র্যালী বের করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর পক্ষে র্যালি উদ্বোধন করেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( গোপনীয় শাখা,পর্যটন সেল ও সীমান্ত সেল) মোঃ বেলায়েত হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র, সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় র্যালী শেষে সেন্ট্রাল রোডস্থ, (সোনালী ব্যাংক, আঞ্চলিক শাখা‘র বিপরীতে) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ম্যানেজার মোহাম্মদ রওশন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ ফরজান আহমদ ও এ.বি.এল এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাঁধন হিজরা সংঘ, মৌলভীবাজার সদর ডিআইসি ম্যানেজার মোঃ আল- আমি ভুইয়া, এডঃ বিল্লাল হোসেন, মোহন ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা ম্যাজিক মোহন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খছরু মিয়া চৌধুরী, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, মঈনুল হক, মাও ঃ শরীফ আহমদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী চিনু রঞ্জন দাশ তালুকদার, মোঃ জিল্লুর রহমান, মোঃ আব্দুর রহমান, মোঃ সালাউদ্দিন, মনজুরুল আলম, ডাঃ সুমন আশার্চ্য, মেধাবী ছাত্র মোঃ সিফন মিয়া, আবু তালেব চৌধুরী, লুৎফুর খবীর রাউফু, বিকাশ চক্রবর্তী, ইভা বেগম, শান্তা বেগম ও শাবানা বেগমসহ জেলা শাখা ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply