কমলগঞ্জ প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন এর পাত্রখোলা চা বাগানের এক শ্রমিক ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
ঘটনাটি ঘটে রবিবার (৫ জুন) রাত সাড়ে ৯ টায় পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় নিজ ঘরে। আত্মহত্যাকারী গোপাল মান্দ্রাজী (২৩) পাত্রখোলা চা বাগানের মৃত চা শ্রমিক পুশ মান্দ্রাজীর ছেলে।
এদিকে গোপাল মান্দ্রাজীর মৃত্যু নিয়ে এলাকায় চলছে কানাঘোষা। স্থানীয়রা জানান, বড় ভাই ববি মান্দ্রাজীর সাথে গোপাল মান্দ্রাজীর বেশ কিছুদিন যাবৎ ঝগড়া বিবাদ চলছিল। ঘটনার দিন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছিল।
রাতেই পুলিশ সুরতহাল তৈরী করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার (৬ জুন) সকালে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার এসআই সুরুজ আলি আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মূল রহস্য উদঘাটন হবে।
Leave a Reply