কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজারে পূবালী ব্যাংক লিমিটেড এরে উপশাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পূবালী ব্যাংক লিমিটেড ৫৪ তম মুন্সীবাজার উপশাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক লি: সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান।
কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী, মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু তাহের, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লি: মৌলভীবাজার প্রধান শাখার ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাশ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, মুন্সীবাজার উপশাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, মুন্সীবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারে জেলায় বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply