আব্দুল বাছিত খান ঃ
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে টানা বর্ষণে বাসা বাড়িতে পানি। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টিতে ভোগান্তিতে অনেক পরিবার। ৪দিন যাবত পানি বন্ধি কেউ খবর নিচ্ছেন না ভুক্তভোগী পরিবারের । সংবাদকর্মী আলম চৌধুরী ফেসবুকে দুঃখ করে লিখেনঃ কৃত্রিম জলাবদ্ধতার রুপ!
ঘরেও ঢোকছে। প্রয়োজনে বাহিরে দু পা ফেলা অসম্ভব! আর কিছু লিখার ভাষা হারিয়ে গেছে। তবে আমি তথা এরকমের শিকার আরোও অনেকেই গর্বিত এজন্য যে, আমরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা।
বিচারের মালিক আল্লাহ। ইয়া আল্লাহ!!
আসলে একটু সদইচ্ছার প্রয়োজন। বসবাসকারী লোকজনের দুঃখ কষ্ঠ লাঘবে এগিয়ে আসছেন না কেউই। এভাবেই চলছে বছরের পর বছর।
সমাজ কর্মী আব্দুল মুকিত লিখেন,
বাংলাদেশের যত সংবাদকর্মী আছেন প্রত্যেক কর্মীরাই মানুষের সুখে দুখে পাশে থাকেন। কিন্তু দুঃখের বিষয় হল আজ আমাদের কমলগঞ্জের একজন সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অসহায় হয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছেন, দেখে বড় কষ্ট লাগতেছে। দেখার মত প্রশাসনের কেউ কি আছেন?।
ইউনিয়ন পরিষদ, বাজার ব্যবসায়ী সমিতি,উপজেলা প্রশাসনে সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।।
Leave a Reply