বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা গোয়েন্দা বিশেষ অভিযানে ১৮ বোতল ফেন্সিডিলসহ ১জনকে আটক করা হয়েছে।
মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করার লক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান এর পরিচালনায় মাদক উদ্ধার ও চোরাচালান অভিযানে ২৫শে এপ্রিল মঙ্গলবার রাতে ০৪ নং সিন্দুরখান ইউপির অন্তগর্ত ইসলামপুর সাকিনন্থ জনৈক রিপন মিয়ার বাড়ীর দক্ষিন পাশে লাইংলাছড়া বালুর ঘাঠে যাওয়ার মাঠির রাস্তার উপর হইতে জমির আলী(৫১) কে আঠারো বোতল ফেনসিডিলসহ একটি Super R H100C স্কোটিসহ তাকে আটক করা হয়।জমির আলী শ্রীমঙ্গলের কুঞ্জবন এলাকার মৃত আতর আলী র ছেলে।
জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।মৌলভীবাজার জেলা কে মাদক মুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply