জালালুর রহমান ঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। কেন্দ্র গুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয় ছিল। ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য ২০২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৫২ জন সহ মোট ২৭৫ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৯২ হাজার ৮ শত ৮১ জন। ভোট কেন্দ্র রয়েছে ৪৯টি।
শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া র্যাব, বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে নির্বাচনী এলাকায়।
Leave a Reply