কুলাউড়া প্রতিনিধি ঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চোরাই ছাগল বিক্রি করতে এসে ছাগলসহ ১ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে ছাগলসহ উত্তম দাস নামে ১ চোরকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঘাগটিয়া গ্রামে ছাগল চোর সন্দেহে সিএনজি অটোরিকশাসহ ৪ চোরকে আটক করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের সময় ৩ চোর পালিয়ে গেলেও ১ চোরকে আটক করতে সক্ষম হন তারা। পরে পুলিশকে খবর দেয়া হলে কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য রমজান আলীসহ স্থানীয়দের সামনে ছাগল চুরির ঘটনা স্বীকার করে উত্তম। সে জানায়, চোরাই ছাগল ঘাগটিয়া গ্রামের আনাই মিয়ার কাছে বিক্রি করতে আসে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান বলেন, ছাগলের প্রকৃত মালিক থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply