কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায়ীদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা সমবায় দপ্তর ও উপজেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে আজ ১০ নভেম্বর জানুয়ারি দুপুরে দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা সমবায় অফিসার আশুতোস দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক জবা রাণী নাথ, উপ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুণ চন্দ্র গোস্বামী প্রমুখ।প্রশিক্ষণে ৫ টি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করে।প্রশিক্ষণে সমিতির ব্যবস্থাপনা, বসতবাড়ির আঙ্গিনায় শাকসব্জি চাষ, হাঁসমুরগী ও গবাদি পশুপালনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
Leave a Reply