কমলগঞ্জ প্রতিনিধি :মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল টি কোম্পানির পরিচালিত সকল চা বাগান পাত্রখোলা, মদনমোহনপুর, মাধবপুর,পদ্মছড়া,চাম্পারায়,
কুরমা,বাঘাছড়া ও কুরঞ্জী চা বাগানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দরা আজ (২৭ অক্টোবর ) বুধবার দুপুরে কমলগঞ্জ উপজেলা ময়না চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে স্বারকলিপি প্রদান করেন শিক্ষক ও শিক্ষিকারা।
ইন্দ্রজিত নুনিয়া মাধবপুর চা বাগান, প্রদীপ পাল পাত্রখোলা চা বাগান, সুমন বনিক মদনমোহনপুর চা বাগান,রৌশন আলী পদ্মছড়া চা বাগান,নিপেন শাহা কুরঞ্জি চা বাগান, চ্যামেলী রানী দাস কুরমা চা বাগান প্রমুখ চা বাগানের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ।
প্রদীপ পালের সঞ্চালনায় মানববন্ধনে
বক্তারা বলেন,আমরা ২০১২ থেকে নিয়োগকর্তা শিক্ষক ।৯ বছরে নেই কোনো বেতন । কোম্পানির বারোশ টাকায় সম্মানিত ভাতা দেওয়া চলছে না জিবন। শ্রীমঙ্গল উপজেলার চা বাগানের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হলেও । জাতীয়করণ করা হয়নি কমলগঞ্জ উপজেলার চা বাগানের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নানান সমস্যায় সম্মুখীন, ভুক্তভোগী শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা। এতে হাজারো চা শ্রমিকের শিশুরা ভালো ভাবে শিক্ষা অর্জন করতে পারছে না।
যেখানে প্রধানমন্ত্রী হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেখানে এখনো পিছিয়ে আছে চা বাগানের স্কুল গুলো। শিক্ষক – শিক্ষিকারা বিদ্যালয় গুলোসহ তাদের সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি কামনা করছেন।
য
Leave a Reply