বদরুল আলম চৌধুরী: গানে গানে মৌলভীবাজারের গুণীজন শিরোনামে ভিন্নধারার চমৎকার কথামালার একটি গান রচনা করেছেন প্রবাসী গীতিকবি ফকির মিজান।
মূলত গানটি মৌলভীবাজার জেলায় জন্মনেয়া কালজয়ী ও ইতিহাস সৃষ্টিকারী সেই সকল কৃতি সন্তানদের স্মরণ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে গানের কথা, ছন্দ ও সুরে তুলে ধরতে চেষ্টা করেছেন তাদের গুণকীর্তন। সেটা অল্পপরিশরে হলেও এর আগে এমন গানে গুণীজনদের কথা কেউ সংযুক্ত করেনি।
জনপ্রিয় সংগীতশিল্পী কেশব মজুমদারের কন্ঠে ও বর্তমান সময়ের চমকপ্রদ মিউজিক ডিরেক্টর দেবাশীষ দে পল্লবের সংগীত আয়োজনে খুব শীঘ্রই পাওয়া যাবে ইউটিউব চ্যানেল সং ষ্টিশন সিলেটে।
গানটির রচয়িতা ফকির মিজান বলেন,শাহ মোস্তফা বাউল শিল্পী গোষ্ঠীর সভাপতি ও গীতিকার শেখ জাহাঙ্গীর এর কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে মৌলভীবাজার জেলার কৃতিমান ব্যাক্তিদের নিয়ে গানের সুরে ছন্দে লিখার চেষ্টা করেছি। আমি আশাবাদি গানটি সর্বমহলে জনপ্রিয়তা পাবে। গানটির শিল্পী ও মিউজিক ডিরেক্টর চমৎকার কাজ করেছেন সেটা স্বীকার করাই লাগে। যদি শ্রোতামহলে একটু হলেও ভালোলাগা তৈরি করে সেখানেই স্বার্থকতা।
গীতিকার শেখ জাহাঙ্গীর বলেন,গানটিতে জেলার কৃতিত্ববান পুরুষদের গুণকীর্তন চমৎকার ভাবে ফুটে উঠেছে। গানটি সবার কাছে ভালো লাগবে।
সংগীতশিল্পী কেশব মজুমদার বলেন,গান করেছি অনেক এই প্রথম ভিন্ন একটা গান করলাম যেখানে জেলার গুণীজনদের কথা উল্লেখ রয়েছে। এটা আমার কাছে সব থেকে সেরা কাজ ও ভলোলাগার মত। আমি ধন্যবাদ জানাই গানটির গীতিকারকে তিনি এ গানটি আমাকে দেয়ার জন্য। গানটি নিয়ে আশাবাদী ভক্ত শ্রোতারা দারুণভাবে গ্রহণ করবে।
Leave a Reply