অগ্রযাত্রা সংবাদ ঃ
করোনা সংক্রমন প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে ১০০ টি পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও ৬৩২ টি পরিবারের মাঝে নগদ ৫ শত টাকা করে মোট ৭৩২ পরিবারে সহায়তা প্রদান করা হয়। ৮ জুলাই বিকাল ৩ টায় ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওমী লীগের সাবেক সভাপতি এম মোছাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুলসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যাবৃন্দ।
Leave a Reply