জুড়ী, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলা কাটায় একলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার(১৩ ই জুন) সকালে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই বাজার এলাকায় টিলা কর্তনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত সময়ে টিলা কর্তনের অপরাধে জুড়ী উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মোস্তাফিজুর রহমান কর্তৃক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা মোতাবেক আব্দুল জব্বার ও জামাল উদ্দিন নামক দুইজনকে ১,০০,০০০ ( এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং বর্ণিত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। গোপনসুত্রে খবর পেয়ে জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এক মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
এ সময় তাকে সহযোগিতা করেন জুড়ী থানা পুলিশের একটি দল। সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন,টিলা কাটার খবর পেলে যেকোনো সময় অভিযান পরিচালনা করা হইবে।পরিবেশের ক্ষতি হয় এমন বেআইনি কাজ যাতে কেউ না করে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
Leave a Reply