রুবেল রানা চৌধুরী ঃ
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি”প্রকল্প (বারি অংগ),তৈলবীজ গবেষণা কেন্দ্র (ORC),বিএআরআই, গাজীপুর এর অর্থায়নে এবং সরেজমিন গবেষণা বিভাগ, বারি, সিলেট এর বাস্তবায়নে চলতি মৌসুমে মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরের বিস্তৃত এলাকা জুড়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত তিলের জাত-৩ এবং ৪ এর ব্যাপক চাষাবাদ হয়েছে। জেলার জুড়ী উপজেলার হাকালুকি হাওর পারের প্রগতিশীল কৃষক মোঃ আত্তর আলী বলেন গত তিন বছরের বেশি সময় ধরে তিনি নিয়মিত বারি তিল এর চাষ করে যাচ্ছেন। স্থানীয় এবং অন্যান্য জাতের তুলনায় বারি উদ্ভাবিত তিলে রোগের আক্রমণ কম হয় এবং এটি হাওরের জন্য সবচেয়ে উপযোগী উচ্চ ফলনশীল ফসল হিসেবে তিনি জানান। প্রতিবারের মত এবারও বাম্পার ফলন পেয়েছেন তিনি,এ বিষয়ে যোগাযোগ করলে সরেজমিন গবেষণা বিভাগ, বারি, সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল জানান, সিলেট বিভাগের হাওর এলাকার পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করনের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সদা নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে। করোনা আপদকালীন বর্তমান সময়ে দেশের খাদ্য উৎপাদন অব্যাহত রাখা এবং নিরাপত্তা রক্ষায় আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। প্রত্যন্ত এলাকার কৃষকদের নিত্য নতুন প্রশিক্ষণ দিয়ে আধুনিক প্রযুক্তি সমূহ দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতে সিলেটের কৃষি আরও সমৃদ্ধ হবে বলে আশা করি।বারি উদ্ভাবিত তিল চাষ অল্প ব্যয়ে অধিক লাভজনক হওয়ায় আগামীতে বারি উদ্ভাবিত তিল চাষে এলাকার তিল চাষিরা আগ্রহ প্রকাশ করেন।
Leave a Reply