কমলগঞ্জ (মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক পৌর মেয়র মো.জুয়েল আহমেদের ব্যক্তিগত কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে বর্ষপূতি পালন করা হয়।
সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পরিবারের আয়োজনে পত্রিকার সম্পাদক ও প্রকাশক পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, প্রবীণ সংবাদিক আব্দুল হান্নান চিনু, দৈনিক প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, দৈনিক সিলেটের ডাক কমলগঞ্জ প্রতিনিধি সুব্রত দেবরায় সঞ্জয়, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, দৈনিক মানবজমিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, দৈনিক যুগান্তর পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, এটিএন বাংলা,এটিএন নিউজ জেলা প্রতিনিধি মহসিন পাভেজ,বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমন দেব,সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মুয়াইমিন মিল্টন প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সাবেক সম্পাদক সাংবাদিক শাহীন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের কমলগঞ্জের কাগজ পত্রিকার পক্ষ থেকে উত্তরিয় প্রদানের মধ্যদিয়ে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে সুধীজন, বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply