নিজস্ব প্রতিবেদক :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ চলাকালে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ মার্চ) দুপুরে নয়াসড়ক এলাকায় তারা মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশও লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জের ফলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার সময় জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেট নগরর উপশহর ই ব্লকের ৬নং রোডের বাসিন্দা জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের ফখর উদ্দিনের ছেলে জুয়েল আহমদ (২০), নগরীর সুরমা টাওয়ারের বাসিন্দা সুনামগঞ্জ জেলার ছাতক সেওতরছড় গ্রামের মৃত আমীর আলীর ছেলে জুনেদ আহমদ (২২), সিলেট নগরীর বাদামবাগিচার ৩৮/৪ নম্বর বাসার মৃত আবু উবায়দার ছেলে মো. মিজানুর রহমান মুন্না (২১), নিপবন আবাসিক এলাকার বাসিন্দা সিলেটের কানাইঘাট উপজেলার ভাল্লুকখাড়ার শিবাহ উদ্দিনের ছেলে মো. খায়রুল হাসান (২৪), জালালাবাদ থানার উমাইরগাঁও’র আবদুল মান্নানের ছেলে মো. মাজহারুল ইসলাম (২০), নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই’র মাহমুদ আলীর ছেলে মো. তোফায়েল আহমদ (২১), নগরীর ইসলামপুরের বাসিন্দা মৌলভীবাজার বড়লেখা সদরের আতিকুর রহমানের ছেলে মো. হাফিজুর রহমান (২০), নেত্রকানা জেলার খালিয়াজুড়ি থানার বল্লি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মো. আলী মর্তুজা (২৩), সিলেটের দক্ষিণ সুরমা হবিনন্দির মৃত মিছবা উদ্দিনের ছেলে মো. নাজিম উদ্দিন রেজা (২৫), দক্ষিণ সুরমার খালপাড়ের ময়না মিয়ার ছেলে মো. মাহবুবুর রহমান (২১), ফেনী জেলা সদরের উত্তর ফাজিলপুরের আবুল কালামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৩), সিলেট নগরীর মিতালি টিভি গেইটের মৃত আবদুল করিমের ছেলে মো. তাহের আহমদ (২২), উপশহর এ ব্লকের ৪১ নম্বর বাসার মো. শামসুল ইসলামের ছেলে মো. মোজাহিদুল ইসলাম, শাহপরাণ থানার মুক্তিরচরের ইরফান আলীর ছেলে মো. সাইদুর ইসলাম (২২)।
Leave a Reply