মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীমঙ্গলে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে যাত্রা শুরু করেছে ‘শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি’।রবিবার রাত ৮টায় শহরের ভানুগাছ রোডস্থ পানসী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক এম এ রকিব। সভায় সর্বসম্মতিক্রমে ইসমাইল মাহমুদ (শ্রীমঙ্গল প্রতিনিধি, দৈনিক দেশকাল) কে সভাপতি এবং আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল প্রতিনিধি, দৈনিক বাংলাদেশের খবর ও মোহনা টেলিভিশন) কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এম. এ. রকিব (দৈনিক নয়া দিগন্ত) ও আবুজার বাবলা (দৈনিক মানবকণ্ঠ); সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (বাংলা ট্রিবিউন; ঢাকা ট্রিবিউন), এম. এ শুকুর (দৈনিক প্রতিদিনের সংবাদ) ; আনোয়ার হোসেন জসিম, (দৈনিক ইনকিলাব); সাংগঠনিক সম্পাদক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) (দৈনিক খবরপত্র); দপ্তর ও প্রচার সম্পাদক সোলেমান আহমদ মানিক (দৈনিক আমার সংবাদ); অর্থ সম্পাদক শেখ কাওসার ইসলাম (কেটিভি); সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাবাসসুম জাহান রুবা (দৈনিক আজকের অর্থনীতি); সদস্য মো. জামাল হোসেন (দৈনিক ভোরের দর্পণ; দৈনিক একাত্তরের কথা), ইমরান আহমেদ মারজান (জেটিভি); আশিকুর রহমান চৌধুরী (সিলেট বিডি নিউজ ২৪ ডট কম) এবং অলক চৌহান রাহুল (প্রবাসীর দিগন্ত ডট কম)।পরে সভাপতি এম এ রকিবের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
Leave a Reply