লিটন গঞ্জু রাজু;কমলগঞ্জ:মাসিক চা মজদুর প্রিন্ট পত্রিকার অস্থায়ী কার্যালয় কমলগঞ্জের শমসেনগরে সাংবাদিকদের মাঝে প্রেস কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার শমসেনগরে আজ ০৮/০১/২০২১ ইং রোজ শুক্রবার দুপুর ১২.০০ ঘটিকার সময় চা মজদুর পত্রিকার সাংবাদিকদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং সংবাদ কর্মীদের মাঝে প্রেস কার্ড বিতরণ করা হয়।
উক্ত মতবিনিময় সভায় সত্যনারায়ন রাজভর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সীতারাম বীন। সীতারাম বীন বলেন আমাদের চা মজদুর পত্রিকায় আপনারা যারা যারা সংবাদ কর্মী হিসেবে নিয়োগ পেয়েছেন আপনারা সবাই সততার সাথে কাজ করে যাবেন এবং কখনো কোন ধরনের দুর্নীতির সাথে জড়িত হবেন না । তিনি আরো বলেন যে আমরা সবাই মিলে সততার সহিত পরিশ্রম করলে অনেক দূর এগিয়ে যেতে পারবে চা মজদুর পত্রিকা এতে কোন সন্দেহ নেই।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সত্যনারায়ণ রাজভর, সুদীপ কৈরী সাংবাদিক ও মানবাধিকার কর্মী, রিপন মৃধা এশিয়ান জার্নালিষ্ট চ্যারিটেবল সোসাইটির সামাজিক কর্মী সম্পাদক , ,রাম সীং ,রাধেশ্যাম বীন সহকারী শিক্ষিক আবু রায় , সৈয়দ শিহাব উদ্দিন, জীবন মাঝি, মোঃ নাজমুল হোসেন,সন্দীপ বীন এ ছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply