
মৌলভীবাজার প্রতিনিধি:
কমলগঞ্জ উপজেলার হরিশ্বরন মুন্সিবাজারে লতিফিয়া ইসলামী যুব সংঘের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজান মিয়ার ওয়ালিমা অনুষ্ঠান গত শুক্রবার (২৮ নভেম্বর) তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণা মৌলভীবাজার-এর জেলা প্রতিনিধি ও লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি শায়েক আহমদ। এসময় তিনি দৈনিক ঘোষণা মৌলভীবাজার-এর পক্ষ থেকে মোঃ মিজান মিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ডা. সামছুল মিয়া, হরিশ্বরন এলাকার বিশিষ্ট মুরব্বী অনু মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মাননা স্মারক প্রদান শেষে অতিথিবৃন্দ নবদম্পতির আগামী দিনের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের কামনা করেন।