
মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন শাখার সভাপতি পদে প্রার্থী হয়েছেন সংগঠনের সাবেক সভাপতি সাহিদ আহমদ তালুকদার। সংগঠনের বিভিন্ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন তিনি। দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও দলীয় শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলে জানান সাহিদ আহমদ তালুকদার। তিনি বিশ্বাস করেন, দল ও স্থানীয় নেতাকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত করা সম্ভব। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "আমি দায়িত্বে থাকাকালে সর্বোচ্চ চেষ্টা করেছি সততার সাথে কাজ করার। সামনে সুযোগ পেলে ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে চাই। সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।" স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এই প্রার্থিতা নতুন উৎসাহ এবং ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে।