
আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার আয়োজনে ১নং বিট, রহিমপুর ইউনিয়ন পরিষদে চুরি, ডাকাতি, ছিনতাই ও দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধকল্পে এবং মাদক, জুয়া নির্মূল সংক্রান্ত বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়। ৩১ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় দেওরাছড়া চাবাগানের সার্বজনীন মন্দির প্রাঙ্গনে এসভা অনুষ্টিত হয়।
১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকারের সভাপতিত্বে সিরাজুল ইসলাম বুলবুলের পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওরাছড়া চা বাগান ব্যবস্থাপক জহিরুল হক, ১নং রহিমপুর ইউনিয়নের বিট অফিসার রাজিব চন্দ্র রায়, সহকারী বিট অফিসার এ এসআই হামিদুর রহমান,
কনস্টেবল মো: মাশুক মিয়া,
১নং রহিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আতাউর রহমান খান, রহিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উলামা বিভাগীয় সম্পাদক মো: মোশাহিদ আলী, রহিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ইলিয়াছ আহমদ, দেওরাছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মী, স্থানীয় বিএনপি নেতা শাহাব উদ্দিন, যুবায়ের আহমদ, ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি শামিম আহমদ, জুলাই যোদ্ধা নাজমিন বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের লোকজন বক্তব্য রাখেন।এছাড়াও উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান, নয়ন সিং রাউতিয়া,মোস্তফা আহমদ, সেলিম আহমদ, লোকমান মিয়া,বাছিরাম উড়াং,শষি মোহন কর্মকার,নাজির মিয়া,পাপই গোয়ালা,সাধু উড়াং, পরেশ কর্মকার, সহন মুন্ডা,রফিকুল ইসলাম, শকেন নায়েকসহ চা শ্রমিক এবং বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ।