
আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা–৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেবিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১নং রহিমপুর ইউনিয়ন সমন্ময় কমিটির আয়োজনে সমন্বয় সভা অনুষ্টিত হয়। ২৫ অক্টোবর বিকাল ৪ঘটিকায় উপজেলার মুন্সিবাজারস্থ কালীপ্রসাদ উচ্চবিদ্যালয় মাঠে এ সভা অনুষ্টিত হয়। আতাউর রহমান নজরুল এর সভাপতিত্বে আজিজুর রহমান কয়েস ও শাহরিয়ার চৌধুরী লিটন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব),
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ,
কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য লোকমান হোসেন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ইলিয়াছ মিয়া, কমলগঞ্জ উপজেলা বিএনপি সদস্য আহমদুর রহমান খোকন, কমলগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক মবশ্বীর আলী, কমলগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিছির মিয়া,কমলগঞ্জ উপজেলা স্বেচ্চাবেবকদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম তৈয়ব,কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ আব্বাসী দিনার প্রমুখ। এছাড়াও রহিমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত বক্তব্য রাখেন। কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন নেতাকর্মীদের উপস্থিতিতে সরগম হয়ে উঠে।