
মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজারে গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন। ১১-১২ অক্টোবর জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১২ অক্টোবর রবিবার মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া মৌলভীবাজার জেলা পর্যায়ের সমাপনী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইসরায়েল হোসেন।
অতিথি ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইয়ামির আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাজহারুল মজিদ, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, এনসিপি নেতা এহসান জাকারিয়া, আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক শিক্ষক সমিতির সভাপতি এবং সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জোসেপ আলী চৌধুরী।
জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মীরা।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। মূল্যবান বক্তব্যের পর প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। দিনব্যাপী খেলায় এক উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা দেখা যায়। ফাইনালে মৌলভীবাজার সদর উপজেলার সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এবং শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় মহিলা ফুটবলে অংশগ্রহণ করে। এক উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর ম্যাচে মৌলভীবাজার সদর উপজেলার সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের মহিলা দল শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের মহিলা দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেদের বিভাগের ফাইনালে মৌলভীবাজার সদর উপজেলার আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ এবং রাজনগর উপজেলার পাচগাঁও উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। অত্যন্ত প্রতিযোগিতামূলক এক ম্যাচে মৌলভীবাজার সদর উপজেলার আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ রাজনগর উপজেলার পাচগাঁও উচ্চ বিদ্যালয় দলকে ১-০ গোলে পরাজিত করে এবং প্রথমার্ধে একমাত্র গোল করে শিরোপা জিতে নেয়।
প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের উল্লেখযোগ্য খেলা ছিল সাঁতার, দাবা, ফুটবল, হ্যান্ডবল এবং কাবাডি। বিভাগীয় ও জেলা পর্যায়ে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ১৫ ও ১৬ অক্টোবর সিলেটে অনুষ্ঠিত হবে।