
আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজারের মুন্সিবাজার রাজমহলে মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী ও প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও লতিফিয়া ইসলামী যুব সংঘের উপদেষ্টা সুমন খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টায় দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি শায়েখ আহমদের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। লতিফিয়া ইসলামী যুব সংঘের উপদেষ্টা জুনেদ আহমদের সভাপতিত্বে শায়েক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাওলানা মাশহুদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান, ভার্চুয়ালী বক্তব্য রাখেন মালয়েশিয়া প্রবাসী সুয়েব আহমদ, মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সদস্য ইলিয়াছ আলী, উপস্থিত ছিলেন লতিফিয়া ইসলামী যুব সংঘের উপদেষ্টা লিটন আহমদ,সুহেল আহমদ, ফুরকানিয়া জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান,রাজমহল এর প্রোপাইটর শিপন খান,ম্যানেজার আব্দুর রশিদ,দুবাই প্রবাসী ইমরান আহমদ,মুন্না আহমদ প্রমুখ। এসময় বক্তারা প্রবাসী সুমন খানের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।