
সদলবলে আসে তারা, চায় ন্যায্য বাখরা
চাঁদাবাজ চোখ রাঙিয়ে বলে --- চাঁদা দাও !
এ যেন পৈতৃক সম্পত্তির অধিকার।
তোমরা ব্যবসা করে কামাই করো নির্বিঘ্নে
ওতো আমাদেরই প্রতিষ্ঠান,
তুমি রাস্তায় রিকশা চালাও,
নিরাপত্তায় রাস্তায় চলতে হলে চাঁদা লাগবেই !
এ কোন সমাজে বাস করি আমরা !
যেখানে আমাদের শ্রমে চলে যুগের চাকা
অথচ ঘাম শুকানোর আগেই দিতে হয় হিস্যা।
চাঁদাবাজি মানেই নেতার নোংরা রাজনীতি
শ্রমিকের রক্ত ও ঘামের সাথে বেইমানি করা
চাঁদাবাজি মানেই ন্যায়ের উপর থুতু ছুড়ে ফেলা।
আমার এ কবিতা এক নিঃশব্দ মারণাস্ত্র
যা আমাদের প্রতিবাদের ভাষা শেখায়
সত্য বলার সাহস যোগায়।
লিখেছেন:মোঃ বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।