
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের আবাসনে আব্দুস সালাম মিয়া (২৭) নামে এক যুবক রান্না ঘরের তীরের সাথে গলায় দড়ি দিযে আত্মহত্যা করেছে। কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৫ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২ ঘটিকার সময় কামুদপুর গ্রামের আবাসনে আব্দুস সালাম মিয়া সবার অজান্তে ঘরের তীরের সাথে দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।
কমলগঞ্জ থানার এসআই জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আব্দুস সালাম আত্মহত্যা করেছে। নিহতের লাশ ময়লা তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।