
বিশেষ প্রতিনিধিঃ হযরত শাহ আজম রহ সুযোগ্য নাতি মাওলানা ক্বারী শাহ্ মোহাম্মদ মোতাহির আলী আজমী আজ১৩ -০৭-২৫ রোজ রবিবার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টায় আরব আমিরাতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওয়ানা দেন। মাওলানা শাহ মোহাম্মদ মোতাহির আলী আজমী তিনি হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ এর ৪র্থ ছেলে। দেশে অবস্থান কালীন সময়ে বেশিরভাগ সময় তিনি দেশে দ্বীনি কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন।
উল্লেখ্য যে, কমলগঞ্জের হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসা নির্মাণ করেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী ছাহেব রহ.। এবং তিনি এই মাদ্রাসার আমৃত্যু পরিচালক ও। মাদ্রাসাটি ৩ তলা ফাউন্ডেশনের ১ম তলা মাওলানা শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী রহ এর জীবদ্দশায় তিনি নির্মাণ কাজ সম্পন্ন করেন। বড় ভাইয় সাথে খুবি পরিশ্রম করেন আমাদের পরিবারের ৪র্থ ভাই মাওলানা মোতাহির আলী আজমী। তিনি আজ প্রবাসে রওয়ানা।
২য় দাপে মাদ্রাসা টির ২য় তলা নির্মাণ কাজের প্রয়োজন দেখা দেয় কারণ মাদ্রাসার হিফযের ছাত্রগুলো নিচ তলায় থাকা ও পড়াশোনা করা এটা ছাত্রদের জন্য কষ্টকর হয়ে যায়, তাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২য় তলার ভবন নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
যিনি প্রথম তলা নির্মাণ করে দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় ভাই দানশীল ব্যক্তিত্ব, কমিউনিটি নেতা, প্রবাসী মোহাম্মদ তোরন মিয়া সাহেব। তিনিই আমাদেরকে সাহস দিলেন,যে ইনশাআল্লাহ মাওলানা শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী ভাই প্রথম তলা করেন আমাদের সার্বিক সহায়তায় ২ তলা ও নির্মাণ হবে ইনশাআল্লাহ। উনি উৎসা উদ্দীপনা ও সাহস দেওয়ায় আমাদের মনোবল আরো দ্বিগুণ ভেড়ে যায়। মোহাম্মদ তরণ মিয়া সাহেবের সাথে সব সময় যোগাযোগ করেন আমাদের ৪র্থ ভাই মাওলানা শাহ মোহাম্মদ মোতাহির আলী আজমী, তাঁর সাহসী ভূমিকা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে হযরত শাহ্ আজম রহ. হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসার ২য় তলার নির্মান কাজ এখন দৃশ্যমান হল। তাকে সার্বিক ভাবে উৎসাহ ও সার্বিক সাহায্য সহযোগিতা ও দোয়া করেছেন দে-শ ও প্রবাসীরা।
হযরত শাহ আজম রহ দরগাহ্ জামে মসজিদের নির্মাণ কাজেও তিনি দেশ ও প্রবাস থেকে বহু আর্থিক সহযোগিতার জুগান দেন। এছাড়াও তিনি হযরত শাহ আজম রহ দরগাহ্ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এলাকায় নগর অর্থ, পানির টিউবওয়েল, টিন, ফ্যান, স্কুলের পড়া লেখার খরচ, ছেলে ও মেয়েদের বিবাহের অনুষ্ঠান সম্পন্ন সাহায্য সহযোগিতা অব্যাহত আছে। হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসার ২য় তলার নির্মান কাজে উনার পরিশ্রমের কারনেই আজ এ পযর্ন্ত পৌঁছা। বর্তমানে দেয়াল,আস্তর,ইলেকট্রনিকস, টাইলস, রং সহ আরো অনেক কাজ অসমাপ্ত রয়েছে, তাই আপনাদের দোয়া ও সহযোগিতা আমরা আশা করছি এ কাজ গুলো সম্পন্ন হবে।
মাওলানা শাহ মোহাম্মদ মোতাহির আলী আজমীর প্রবাস থেকে দেশে এসেও দিন ও রাত দ্বীনের খেদমতে প্রকার কমতিও নেই। আল্লাহ তায়ালা যেন তাঁর ও সকলের এই দ্বীনের খেদমত কে দুনিয়ায় ও পরকালের মঙ্গলের জন্য কবুল করেন।
আমাদের পরিবারের উদ্দেশ্য হল হাফিজি মাদ্রাসার কারণে যাতে এলাকার প্রতিটি ঘরে ঘরে ১জন ছাত্র কুরআনের হাফেজ হতে পারে এই মিশন নিয়েই আমরা কাজ করছি। আল্লাহ তায়ালা যেন তাওফিক ভিক্ষা দান করেন।