
জগতসংসারে আমরা কেউই আসলে খুব ব্যস্ত নয় !
খুবজোর ব্যস্ততার ভান করি মাত্র।
শত ব্যস্ততা থাকলেও সান্নিধ্য পাওয়া যায় স্বজনের
যদি আন্তরিক ইচ্ছার প্রাবল্য থাকে।
অজুহাতেও প্রিয়জনকে দূরে সরিয়ে দেয়া যায় না।
সম্পর্কের পরিণতি বলতে যদি কিছু থাকে
তবে প্রথম মানুষটাকে একটা সময় খুঁজে পাওয়া যায় না।
এমনই এক আজব প্রাণী এই মানুষ !
একসময় যাকে দেখতে না পেলে খুব মন খারাপ হতো
কথা নাহলে একযুগ শূন্যতা অনুভব হতো ---
সময়ের ব্যবধানে সেই মানুষকেই ভীষণ অপরিচিত মনে হয় !
সম্পর্কেরও জোয়ারভাটা থাকে জগত সংসারে
কখনো উজানে কখনো ভাটায়
কত ভালোবাসার মুখ ভেসে যায় আলো-আঁধারে।
মো:বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।