মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে বাংলা সাহিত্যের দুই মহান কবি — রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে মাধবপুরস্থ একাডেমি চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ এবং সঞ্চালনায় ছিলেন সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মো. ইসরাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. প্রিয়াংকা গোপ, চেয়ারম্যান, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমলগঞ্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, অফিসার ইনচার্জ, কমলগঞ্জ থানা, এম এ ওয়াহিদ রুলু আহ্বায়ক, কমলগঞ্জ প্রেসক্লাব, কবি মায়া ওয়াহেদ
আরও বক্তব্য রাখেন কবি পুলক কান্তি ধর, নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা প্রমুখ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি শিল্পী ড. প্রিয়াংকা গোপ সংগীত পরিবেশন করেন।
একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য। অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করেন প্রশিক্ষক সুতপা সিনহা ও নাট্য নির্দেশক শুভাশিস সিনহা। এছাড়াও উপস্থিত অতিথি শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।