
আব্দুল বাছিত খানঃ
পবিত্র ঈদুল আযহার দিন মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত।
মৌলভীবাজারের বড়লেখায় প্রাণ হারিয়েছেন দুই ভাই, তারা হলেন- বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে সাহেদ হোসেন সুমন (২৬) ও রুমন আহমদ (২৪)। শনিবার (৭ জুন) বিকেলে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে নিয়ে মোটরসাইকেলযোগে দক্ষিণভাগের দিকে যান সাহেদ। বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বড় ভাই সাহেদ মারা যান এবং ছোট ভাই রুমন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমনও চলে যান না ফেরার দেশে।
অপর ঘটনা রাত ৯টার দিকে মৌলভীবাজার সদর উপজলার শ্যামেরকোনা বনগাও এলাকায় দুইজন নিহত, নিহতরা হলেন, শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবেদ মিয়া (২২) ও কমলগঞ্জ উপজলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (১৮)। আহত মাহবুব মিয়া (২০) উন্নত চিকিৎসার সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে আইসিউতে রয়েছে। স্থানীয়রা জানান, শ্যামেরকোনা এলাকায় দুইটি দ্রুতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক,, জুবেদ মিয়া ও কামরুল মিয়াকে মৃত ঘোষনা করেন। এদিকে ৪জনের মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ, স্তব্ধ গ্রামবাসী সহ পুরো এলাকা।