
নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের শমসেরনগর সড়কের দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহতের খবর পাওয়া গেছে। শনিবার (৭ জুন) রাত ৯টার দিকে শ্যামেরকোনা বনগাও এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবেদ মিয়া (২২) ও কমলগঞ্জ উপজলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (১৮)। আহত মাহবুব মিয়া (২০) কে সিলেট এম এ জি ওসসানি হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, কাছারীবাজার শ্যামেরকোনা দুইটি দ্রুতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক,, জুবেদ মিয়া ও কামরুল মিয়াকে মৃত ঘোষনা করেন। আহত মাহবুব মিয়ার অবস্স্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।